বিশ্বজিৎ দত্ত : [১] সমাজবাদি পার্টির সংসদ সদস্য জয়া বচ্চনকে লোক সভার চেয়ারম্যান হরিভিলাস নারায়ন সিং জয়া অমিতাভ বচ্চন বলে সম্বোধন করেন।
[২] এই সম্বোধনে ক্ষেপে যান জয়া বচ্চন। তিনি বলেন, এটি আমার জন্য নতুন সম্ভাষণ। মেয়েদের কেন তার স্বামীর নামে পরিচয় পেতে হবে।
[৩] তিনি বলেন, মেয়রাকি তার স্বামীর পরিচয় ছাড়া চলতে পারবেনা। মেয়েদের পরিচয় তার নিজ পরিচয়েই হবে। বিষয়টি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
[৪] জবাবে হরিভিলাস বলেন, আপনার নাম অফিসিয়ালি জয়া অমিতাভ বচ্চন লিখা রয়েছে। সংসদের রেকর্ডেও ওই নামই রয়েছে।