বিশ্বজিৎ দত্ত : [১] জাপানে শুরু হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোট কোয়াডের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক। [২] গত রোববার এই সম্মেলনের সাইড লাইনে ব্লিংকেন বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে। [৩] পরে ব্লিঙ্কেন এক্স বার্তায় লিখেন, ভারতের সঙ্গে সাইড লাইনের বৈঠকে আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি। আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। [৪] জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, আমরা আঞ্চলিক নিরাপত্তা ও বৈদেশিক স্থীতিশীলতা নিয়ে আলোচনা করেছি। আমাদের পরষ্পরের সহযোগীতার বিষয়টি বিস্তৃত পরিসরে আলোচনা করেছি।