
মেট্টোরেল সহসাই চালু হচ্ছে না, কাজ করছে তদন্ত কমিটি

শাহীন খন্দকার : [১] আগে রাজধানীবাসি ঠাসাঠাসি করে গণ-পরিবহনে যাতায়াত করতেন। মেট্টোরেল যুক্ত হওয়ার পরে জনসাধারণের যাতায়াতে সহজ করে, বাঁচিয়েছে সময়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্টোরেল উত্তরা থেকে আগারগাঁও প্রায় ১২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই ২০২৩ সালের ৪ নভেম্বরে তিনি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন। উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর প্রতিদিন এই মেট্টোরেল দিয়ে প্রায় ৩ লাখের মতো মানুষ যাতায়াত করতেন। [২] চলতি মাসের ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে পুঁিজ করে দুস্কৃতকারিরা মেট্টোরেলের ওপর তান্ডব চালায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় মেট্টোরেল স্টেশন। মেট্টোরেল কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে, তবে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। কর্মকর্তারা আরো জানিয়েছেন, যে কয়টি স্টেশন সুরক্ষিত সেই সব স্টেশন কবে নাগাদ চালু করা যায় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছে। [৩] তবে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএন ছিদ্দিক জানিয়েছেন, এতাটাই ক্ষতিগ্রস্থ করেছে মেট্টোরেল স্টেশন এতে স্টেশনের পুরো সিস্টেম অকেজো হয়েছে। পুরো সিস্টেম পুনরায় ঠিক করতে কমপক্ষে ১ বছর সময় লাগতে পারে ডিএমটিসিএল একাধিক সূত্রে জানা গেছে।
[৪] কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই মেট্রোরেলের নিচে মিরপুর ১০ গোলচত্বরে ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে প্রথমে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। এরপরে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই দুই স্টেশনের।
[৫] সূত্র আরো জানিয়েছে, এ ঘটনায় মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে এটি আবার চালু করা যায়, তা নির্ধারণে গত ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। মেট্রোরেল লাইন-৬এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে এ কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কমিটির সদস্যরা জানিয়েছেন, কমিটি এরই মধ্যে একটি সভা করে ক্ষয়ক্ষতি নির্ণয় করার জন্য কমিটির অন্যান্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
[৬] আরও জানা গেছে ক্ষয়ক্ষতি নিরূপণে তারা প্রকল্পের পরামর্শক, ঠিকাদার ও ডিএমটিসিএলের কর্মীদের নিয়ে কাজ করবেন। তদন্ত কমিটির প্রধান মো. জাকারিয়া বলেন, কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এখন কাজ শুরু করা হবে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কত দিনে মেট্রোরেল চালু করা সম্ভব।
[৭] ডিটিএমসিএলের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দুটি মেট্রো স্টেশনেরই কনকোর্স লেভেলে থাকা টিকিট কাটার মেশিন, টিকিট কাটার অফিস, প্রবেশ ও বের হওয়ার পথ, কম্পিউটারসহ সব যন্ত্রপাতি ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। স্টেশনে বসানো অনেকগুলো সিসি ক্যামেরাও নষ্ট করে ফেলা হয়েছে।
[৮] এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় বিপদে পড়েছেন লাখো যাত্রী। যারা দূর থেকে মেট্রোতে করে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারতেন। প্রতিদিনই স্টেশনগুলোতে যাত্রীরা ভিড় জমান, খোঁজ নেন কবে চালু হবে মেট্রো।
[৯] গতকাল মঙ্গলবার আগারগাঁও স্টেশনের কাছে কথা হয় নিয়মিত মেট্টোরেলে যাতায়াত করেন ফরিদা পারভিন। তিনি জানান, মতিঝিল থেকে প্রতিদিন মেট্রো করে আগারগাঁও পাসর্পোট অফিসে অফিস করতেন। ১৫-২০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছাতেন। মেট্রো বন্ধ থাকায় একরকম বিপদে আছেন। সেই লক্বর ঝক্কর বাসে করে আগের মতো করে অফিসে আসতে হচ্ছে।
[১০] উল্লেখ্য, গত কয়েকদিন আগে মেট্রোরেলের ধ্বংস্তুপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেট্রোরেলের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক পরিদর্শন করেন।
[১১] মেট্রোরেল চালুর শুরু থেকেই যাত্রীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলো। কিন্তু দুর্বৃত্তরা দু’টি স্টেশন একেবারে ধ্বংস করে দিয়েছে। নিরাপত্তা বিবেচনায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত মেট্রোরেল চালু হওয়ার বিষয়ে আমাদের কোনো লক্ষ্য নেই। জননিরাপত্তার স্বার্থে কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
