আনিসুর রহমান তপন : [১] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনা তদন্তে এফবিআই চাচ্ছে ওই দিনের ঘটনাবলী সাবেক মার্কিন প্রেসিডেন্ট কিভাবে পর্যবেক্ষণ করছেন তা জানতে। আরটি
[২] এফবিআই কর্মকর্তা কেভিন রোজেক বলেন এধরনের ঘটনার তদন্তে ভিকটিমের সাক্ষাতকার নেওয়া নিয়মেরই অংশ। [৩] ট্রাম্পে হত্যা প্রচেষ্টার দুই সপ্তাহ চলে গেলেও এখনো হত্যাকারীর এ প্রচেষ্টার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
[৪] কেভিন রোজেক বলেন ট্রাম্পকে হত্যাকারীর পিছনে কারো বা কোনো গোষ্ঠীর সুপরিকল্পনা ছিল কী না তা উদঘাটনের চেষ্টা চলছে। হত্যাকারী নিরাপত্তা কর্মীদের গুলিতে মারা গেলেও তার সঙ্গে কাদের সম্পর্ক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। [৫] তদন্তে দেখা গেছে এ বছরের শুরুতে ট্রাম্পকে হত্যাপ্রচেষ্টাকারী ক্রুকস কিছু বিস্ফোরক সরঞ্জাম কিনেছিল। এসব বিস্ফোরক তার গাড়ি ও বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে।
[৬] তবে ট্রাম্পকে গুলি করার ঘটনার পর ওই সমাবেশে পূর্ব থেকে কতটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল সে নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি চিয়াটল এ ঘটনায় তার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।