• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

খিদে মেটাতে মৃত মালিককে খেল কুকুর

প্রকাশের সময় : August 1, 2024, 12:24 am

আপডেট সময় : August 1, 2024 at 12:24 am

বিশ্বজিৎ দত্ত : [১] বাড়ির সামনে বহু দিন ধরে গাড়ি দাঁড় করানো রয়েছে। ঘর থেকে বেশ কয়েক দিন ধরে প্রতিবেশীরা বার হতেও দেখেননি বৃদ্ধকে।
[২] বিপদ আন্দাজ করে পুলিশকে খবর দিয়েছিলেন অ্যাটাপোল চ্যারোয়েনপিটোকের প্রতিবেশীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
[৩] ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ কর্মীরা দেখেন, ঘরের চারদিকে ময়লা ছড়িয়ে রয়েছে। এ দিক-ও দিক পড়ে রয়েছে কুকুরের মলমূত্র।
[৪] একটি ঘরে ঢুকে তাদের নজরে পড়ে, ১০ থেকে ১৫টি কুকুর এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। কাছে যেতেই একটি মৃতদেহ দেখতে পান পুলিশকর্মীরা।
[৫] সেই দেহটিকে ঘিরেই ঘোরাফেরা করছিল কুকুরগুলি। পরীক্ষা করে তারা দেখেন, দেহটি অ্যাটাপোলের। তাইল্যান্ডের ক্লোং সাম ইয়া জেলার বাসিন্দা তিনি।
[৬] স্থানীয় পুলিশ সূত্রে খবর, ৩০টি কুকুর পুষতেন অ্যাটাপোল। তার দীর্ঘ দিনের সঙ্গী ছিল উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিস। শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ মারা যান তিনি।
[৭] বহু দিন মৃত অবস্থায় পোষ্যদের সঙ্গে ঘরবন্দি হয়ে ছিলেন তিনি। শনিবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করলে দেখা যায়, দেহের বাঁ দিকের পা খুবলে খাওয়া।
[৮] স্থানীয় পশু কল্যাণ সমিতির তরফে একটি ভিডিয়োর মাধ্যমে জানানো হয়েছে যে, অ্যাটাপোল মারা যাওয়ার পর কুকুরগুলিকে খেতে দেওয়ার কেউ ছিলেন না। খিদের চোটে তাই মালিকের পা চিবিয়ে খেতে শুরু করে তারা।
[৯] তবে অনাহারে দু’টি কুকুর মারা গিয়েছে বলেও জানিয়েছেন পশুকল্যাণ সমিতির এক সদস্য। বাকি ২৮টি পোষ্যকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)