অর্থ বিভাগে নন-ক্যাডার ১৬টি পদ বিলুপ্ত ও অস্থায়ী ৮১টি পদ সৃজন
সোহেল রহমান : [১] অর্থ বিভাগের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতভুক্ত নন-ক্যাডার ১৬টি পদ বিলুপ্ত এবং অস্থায়ীভাবে নন-ক্যাডার ৮১টি পদ সৃজন করেছে অর্থ মন্ত্রণালয়। অতি সম্প্রতি (২৮ জুলাই) এ-সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করা হয়েছে এবং আদেশ জারির দিন থেকেই এটি কার্যকর করা হয়েছে।
[২] আদেশ দুটি জারির পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার তা সেগুনবাগিচাস্থ চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর পাঠানো হয়েছে।
[৩] প্রেরিত চিঠিতে বলা হয়েছে, এতে অর্থ বিভাগ-এর ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-এর সম্মতি রয়েছে।
[৪] আদেশে বলা হয়, রাজস্ব খাতভুক্ত নন-ক্যাডার ১৬টি বিলুপ্তকৃত পদের মধ্যে সিনিয়র ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-এর ৯টি পদ; গবেষণা সহকারী (মনিটরিং সেল) ১টি পদ; টেলিফোন অপারেটর (মনিটরিং সেল) ১টি পদ; ক্যাশ সরকার ১টি পদ; মোহবার ১টি পদ; দপ্তরী ২টি পদ এবং রেকর্ড সাপ্লাইয়ার-এর ১টি পদ রয়েছে।
[৫] বিলুপ্তকৃত পদগুলোর বিষয়ে আদেশে বলা হয়েছে, বিলুপ্তকৃত পদগুলো অবসর, পদোন্নতি, বরখাস্ত, মৃত্যু বা অন্য যে কোন কারণে শূণ্য হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
[৬] অন্যদিকে নন-ক্যাডারের ৮১টি পদে মূলত: ৮টি পদে ৮১ জন নিয়োগ দেয়া হবে। আদেশে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং নিয়োগের যোগ্যতা বা শর্তও উল্লেখ করা হয়েছে।
[৭] আদেশ অনুযায়ী, সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১ জন, গ্রেড-৪ (সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিলের ০৬ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য। তবে ৯ম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেডের পদে ন্যূনতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে);
[৮] সহকারী প্রোগ্রামার পদে ১ জন, গ্রেড-৯ (সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিলের ১৪ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য);
[৯] সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১ জন, গ্রেড-৯ (সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিলের ১৬ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য);
[১০] লাইব্রেরিয়ান পদে ১ জন, গ্রেড-৯ (বাংলাদেশ সচিবালয় গ্রন্থাগার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০০১-এর তফসিলের ০১ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য);
[১১] প্রশাসনিক কর্মকর্তা পদে ২২ জন, গ্রেড-১০ (বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪-এর তফসিলের ০৪ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য);
[১২] ব্যক্তিগত কর্মকর্তা পদে ১৮ জন, গ্রেড-১০ (বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪-এর তফসিলের ০৫ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য);
[১৩] অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭ জন (বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪-এর তফসিলের ০৮ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য) এবং
[১৪] অফিস সহায়ক পদে ২০ জন, গ্রেড-২০ (বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪-এর তফসিলের ১৩ নং ক্রমিক অনুযায়ী পূরণযোগ্য)।