হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোণা) : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বৃহস্পতিবার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখাযায়, ২৮ ও ২৯ ধানের চাল কেজি ৫২ টাকা, মোটা চাল ৪২-৪৫ টাকা, চিকন চাল ৬০ টাকা থেকে শুরু।
কাঁচা কলা ৩৫ টাকা হালি, চালকুমড়া ৬০-৭০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, মিষ্টিকুমড়া প্রতিটি প্রকার ভেদে ৫০-১৫০ টাকা, পেঁপে ৩৫ টাকা, বটবটি ৮০ টাকা, ঢেঁঢ়স ৫০ টাকা, শসা ৬০ টাকা, করল্লা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা কেজি।
শুকনা মরিচ ৩৫০ থেকে ৩৮০ টাকা, রসুন ২০০ থেকে ২২০, কাঁচা মরিচের কেজি ১৬০ থেকে ২০০ টাকা, পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, আদা ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি।
মুরগির ডিম ৫০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা হালি। পোল্ট্রি ১৮০ থেকে ২১০ টাকা, কক ৩৫০ থেকে ৩৭০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা কেজি, খাসির মাংস ১০০ টাকা।