কক্সবাজার প্রতিনিধি : [১] কক্সবাজার পৌরসভার ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর পৌর পরিষদ। ২০২৪-২৫ অর্থবছরে ৫৯৮ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়। [২] গত মঙ্গলবার কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম।
[৩] ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে ব্যয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। পানি সরবরাহ খাতে দেখানো হয়েছে আয় ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা। মূলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। [৪] কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বাজেট উপস্থাপন শেষে বলেন, সকলের সমন্বয়ে এবং পরামর্শে শহরকে সাজানো হবে, দূর করা সকল সমস্যা। কক্সবাজার পৌরসভাকে একটি পরিকল্পিত পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
[৫] ঘোষিত বাজেট পর্যালোচনা করে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেটের নানান দিক তুলে ধরেন। অনেকেই বলেন সংশোধনের কথা।