বান্দরবান প্রতিনিধি : [১] টানা বৃষ্টিপাতের কারণে ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পরে বন্ধ হয়ে গেছে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। [২] গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে। ফলে সড়কটির ওই অংশের উভয় দিকে আটকা পড়ে বিভিন্ন ধরনের যান। [৩] বিকালের মধ্যে সড়কটির যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। [৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আজ সকাল পৌনে ৮টার দিকে খবর পাই, বান্দরবান-থানচি সড়কের নীলগিরির পরে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। [৫] সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের থানচি ও বান্দরবান থেকে টিম পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়া মাটি অপসারণের কাজ শুরু করে তারা। দ্রুত মাটি অপসারণ করতে সেনাবাহিনীর বুলডোজার ও এক্সক্যাভেটর আসছে। বিকাল নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।