• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ৫

খরচ কমাতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ইনটেলের

প্রকাশের সময় : August 2, 2024, 10:57 pm

আপডেট সময় : August 2, 2024 at 10:57 pm

মাসুদ মিয়া : [১] প্রায় ১ দশমিক ৬ বিলিয়ান মার্কিন ডলার লোকসানের মুখে আর্থিক অবস্থা ঠিক করতে প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রসেসর নির্মাণকারী টেক জায়ান্ট সংস্থা ইনটেল। যা বাস্তবায়িত হলে চলতি বছরের শেষে কাজ হারাবেন সংস্থাটির প্রায় ১৮ হাজার কর্মী।
[২] এনডিটিভি জানিয়েছে, ইনটেলের কর্মশক্তির ১৫ শতাংশ কমানো হবে এবং এর জন্য ১৭ হাজার ৫০০ জনকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ প্যাট জেলসিঙ্গার। চলতি বছরের শেষের দিকে সেই প্রক্রিয়া শুরু হবে বলে একরকম স্পষ্ট করেছেন তিনি।
[৩] প্যাট জেলসিঙ্গার আরও জানিয়েছেন, আগামী দিনে আমাদের পারফরম্যান্স দুর্দান্ত হবে, এমন লক্ষণ দেখা যাচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো তৈরির জন্য জলের মতো টাকা খরচ করা হয়েছে। অথচ আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। যা লোকসানের অন্যতম প্রধান কারণ।
[৪] খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পাশাপাশি শেয়ারের লভ্যাংশ বিলি আপাতত স্থগিত করেছে বহুজাতিক টেক জায়েন্ট প্রতিষ্ঠান ইনটেল। যা স্টক হোল্ডারদের হতাশ করেছে। অন্যদিকে এই সিদ্ধান্তের জেরে হু হু করে পড়ছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)