আনিসুর রহমান তপন : [১] চলমান কোটা বিরোধী আন্দোলনের কারণে শিক্ষঅর্থীদের নিরাপত্তায় ফের সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।
[২] শনিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
[৩] এর আগে গত বুধবার এক আদেশে আজ রোববার থেকে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পোৗর এলাকা ছাড়া সারাদেশের সব প্রাইমারী স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল।
[৪] জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় আগামী রোববার থেকে স্কুল খোলার বিষয় সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট বিবেচনায় আবার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।