আমিনুল ইসলাম : [১] দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও ভিয়েতনামের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ আকর্ষন এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে ৫ দিনের সফরে আজ ভিয়েতনাম যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে ৩৫সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল।
[২] প্রতিনিধিদলটি ভিয়েতনামের বাজারে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, ভিয়েতনামের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আশিয়ানভুক্ত অন্যান্য দেশসমূহে আমাদের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে।
[৩] উল্লেখ্য, আশিয়ান অঞ্চলের এ দেশটির সাথে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১ দশমিক ১০বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১ দশমিক ১ বিলিয়ন ও ৯৬ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। তবে, ভিয়েতনামের পাশাপাশি আয়িশানভুক্ত অন্যান্য দেশসমূহে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে আমাদের রপ্তানি আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সম্ভাব্যতা যাচাই ও দুদেশের বেসরকারিখাতের প্রতিনিধিদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এ সফরের অন্যতম উদ্দেশ্য। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ-এর নেতৃত্বে এ বাণিজ্য প্রতিনিধিদলে আর্থিক খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, স্বাস্থ্যসেবা, কেমিক্যাল, সিরামিক, তথ্য-প্রযুক্তি, লজিস্টিকসহ উৎপাদনমুখী ও আমদানি-রপ্তানি খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীগণ ভিয়েতনাম সফর করবেন।
[৪] সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধি দলটি ভিয়েতনামের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দের সাথে সাক্ষাৎকরবে। এছাড়াও, ভিয়েতনাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টার, চেম্বার অব কমার্স ফ্রান্স-ভিয়েতনাম, ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম-এ ডিসিসিআই’র প্রতিনিধিদলটি অংশগ্রহণকরবে। পাশাপশি সেই সাথে ভিয়েতনামের থাই বিন প্রদেশ এবং হো-চি-মিনসিটিতে অনুষ্ঠিতব্য বিজনেস-ম্যাচ-মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা। সেই সাথে ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলটি ভিয়েতনামের ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক এবং হো-চি-মিনসিটিতে অবস্থিত সমুদ্রবন্দও সফর করবে, যা প্রতিনিধিদলের সদস্যদের টেকনিক্যাল নো-হাউ’ ও শিল্পখাতের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সম্যক ধারণা প্রদান করবে।