আজ সারা দেশে ভারী বর্ষণ হতে পারে
শাহীন খন্দকার : [১] আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। [২] গতকাল শনিবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
[৪] সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বান্দরবানে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ এবং ঢাকায় সূর্যাস্ত সন্ধা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে। [৪] আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন,আজ রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রামসহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/ বজ্রবৃস্টি হতে পারে।
[৫] সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণেন ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। আরও জানিয়েছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।