বিএসএমএমইউতে দুই শতাধিক গাড়ীতে আগুনসহ টাকা লুট
শাহীন খন্দকার: [১] সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
[২] হাসপাতালের একাধিক সুত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা শাহবাগে ছাত্রলীগকে ধাওয়া করে। আন্দোলনকারীরা এসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা রোগীসহ হাসপাতালের কর্মচারীদের আনা-নেওয়ার বাস, চিকিৎসক-কর্মকর্তাদের ৫০টি হোন্ডা,৫২ টি মাইক্রোবাসসহ চিকিৎসকদের ব্যাক্তিগত গাড়ি প্রায় দুই শতাধিক গাড়ীতে আগুন দেয়।
[৩] হাসপাতাল সুত্র আরও জানিয়েছে, রোগীদের রেকর্ড সংরক্ষণশালাসহ ব্যাপক ভাঙচুর করেছে কোটা সংস্কারী আন্দোলনের নামে সন্ত্রাসীরা। শুধু তাই-ই নয় এসময়ে হাসপাতালের টিকিট কাউন্টারের টাকা লুট করেছে! চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন চিকিৎসকসহ রোগীরা আহত হয়েছেন। সেই সঙ্গে হাসপাতালের ইলেক্ট্রনিক টেকনিশিয়ান হামলাকারীদের আক্রমনে গুরুত্বর অবস্থায় আইসিইউতে ভর্তি আছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন।
[৪] সেই সঙ্গে বিএসএমএমইউতে আগুন দেয়াসহ অবরুদ্ধ করে রাখা হয় চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মারীদের। হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মকর্তার জানিয়েছে, পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করে।এসময়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগ হাসপাতালের ভেতরে প্রবেশ করে।
[৫] এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)ভেতর থেকে পিছনের গেট দিয়ে ছাত্র লীগকর্মীরা বাহির হয়ে যাওয়া নিশ্চিত করেই আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর ও আগুন দেয় হাসপাতালের ভিতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেল । এই সংবাদে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
[৬] সেই সঙ্গে মিছিলে থেকে এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। এ সময় শাহবাগ এলাকায় কোনও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। বিএসএমএমইউতে আগুন দেয়া হয়েছে।
[৭] অবরুদ্ধ চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা হাসপাতালের একাধিক সুত্র জানিয়েছে, এতথ্য , গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।
রোববার সরেজমিন দেখা যায়, সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়।
বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
[৯] এসময়ে বিএসএমইউয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজনসহ সংশ্লিষ্ট অনেকেই। এদিকে ঘোষিত এ কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন, চলছে শুধু রিকশা-সিএনজি।
[৯] এসময়ে কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।