আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

    কিরণ সেখ : জঙ্গি দমনের নামে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণকে গ্রেফতারের প্রতিবাদে আজ সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে একই কর্মসূচি শনিবারের পরিবর্তে সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
    গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
    বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শনিবার দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি এবং আগামী ২০ জুন ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয়। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *