আমিনুল ইসলাম, আশুলিয়া : আশুলিয়ায় ৫তলা থেকে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে কি কারণে সে পড়ে গিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর এলাকায় হাসান কলোনীর বিমলের পঞ্চম তলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির সামনে মুদি দোকানের সামনে দাড়িয়ে ছিলেন নিহত ওই স্কুল ছাত্রীর মা। এসময় আলো নামের ওই শিক্ষার্থী তার মায়ের চোখের সামনেই ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত শিক্ষার্থী উলুফা আক্তার আলো (১৪) শ্রীপুরের হলি চাইল্ড স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
তার বাবার নাম মো. আলাউদ্দিন। তারা হাসান কলোনীর বিমলের বাড়ির ৩তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতো।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত প্রতিবেদন ও অধিকতর তদন্তে এব্যাপারে মন্তব্য করা যাবে বলেও জানান তিনি।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.