রাহাত হোসাইন, মাদারীপুর : মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় গোলাম ফাইজুল্লাহ ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফাহিম বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জড়িত থাকার কথা বলেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ। মামলায় পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ডের আবেদন করলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান বিকাল সাড়ে ৪টায় আসামি গোলাম ফাইজুল্লাহ ফাহিমের উপস্থিতিতে এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০) এবং জাহিন (২০)। এছাড়াও অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এসআই আউব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সূত্র জানায়, শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় দুই গ্রুপ অংশগ্রহণ করে। এতে সরাসরি অংশ নেয় গোলাম ফাইজুল্লাহ ফাহিম, তাকসিন সামলাম ওরফে সামিল (২০) এবং শাহরিয়ার হোসেন পলাশ (২০)। বাকিরা ব্যাকআপ টিম হিসেবে কাজ করে। আরও জানা গেছে, তাদের উদ্দেশ্য ছিল মাদারীপুরের টার্গেট কিলিং শেষ করে অন্য জেলায় একই ধরনের মিশন সার্থক করা। তবে গোলাম ফাইজুল্লাহ ফাহিম জনতার হাতে আটক হওয়ায় তাদের মিশন ব্যর্থ হয়। এদিকে হামলায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এছাড়া মাদারীপুর সদর থানা থেকে ১২ সদস্যের একটি টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেল ৫টার দিকে শিক্ষক রিপনের ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালানোর সময় এলাকাবাসী ফাহিমকে আটক করে পুলিশে সোর্পদ করে। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.